black and white bed linen

ইতিহাসের গৌরবময় অধ্যায়

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও বিশ্লেষণ করুন আমাদের সাথে

★★★★★

প্রিসেট’৭১- এর সাথে থাকুন

একটি অদ্ভূত সময়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। অনেক মানুষ প্রান হারিয়েছেন। সরকার পতন হয়েছে, নতুন সরকার অধিষ্ঠিত হয়েছে। অস্বীকারের উপায় নেই- এ কেবল সরকার বদলের ঘটনা নয়। ব্যক্তি মানস , রাষ্ট্র দর্শন, সামাজিক অনুসঙ্গ পর্যন্ত প্রভাবিত হচ্ছে। এই অভিঘাতও একেবারে বিরল কিছু নয়। কখনো পিছিয়ে, কখনো এগিয়ে- এভাবেই শেষ পর্যন্ত টিকে আছে মানুষের সমাজ এবং রাষ্ট্র নামের প্রতিষ্ঠান। এই টিকে থাকার ভিত্তি হিসেবে স্থির থাকে কিছু মৌলিক ভিত্তি ।

বাংলাদেশ রাষ্ট্রের ক্ষেত্রে এই মৌলিক ভিত্তি হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ, সুনির্দিষ্টভাবে ১৯৭১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি- এসত্য ইতিহাসে মীমাংসিত। এই ভিত্তি স্থির থাকলে বাংলাদেশ রাষ্ট্র থাকে, ভিত্তি গুঁড়িয়ে দিলে বাংলাদেশ রাষ্ট্র থাকেনা। অতীতের প্রসঙ্গ তকমা দিয়ে তাই ‘৭১কে মুছে ফেলার সুযোগ নেই, সুযোগ নেই বঙ্গবন্ধুকে অস্বীকারের। এই পরম্পরা অস্বীকার মানে উন্ম্বুল উদ্বাস্তুতে পরিনত হওয়া।

প্রিসেট ‘৭১- এ ভবিষ্যতের দিকে চোখ রেখে বর্তমানের নানা ঘটনা প্রবাহ বিশ্লেষন করা হবে। সাথে থাকবে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা বিষয়ভিত্তিক আলোচনা।

পড়ুন, ভাবুন, অন্যদের শেয়ার করুন। প্রিসেট’৭১- এর সাথে থাকুন।

গ্যালারি

যোগাযোগ

আপনার মতামত ও প্রশ্ন আমাদের কাছে পৌঁছান।